×

আইন-বিচার

যে কারণে গ্রেপ্তার হতে পারেন তানজিন তিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম

যে কারণে গ্রেপ্তার হতে পারেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন নাহার তিশা। ছবি : সংগৃহীত

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

আরো পড়ুন : যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি বেছে নেন এবং তা বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তিনি ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে আশ্বস্ত করেন যে, শাড়িটি পরে ব্র্যান্ডটির প্রমোশন করবেন।

তবে অভিযোগ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর দীর্ঘ ১০ মাস পার হলেও তানজিন তিশা তা পরিধান করে কোনো প্রমোশন করেননি। বরং গত ছয় মাস ধরে তিনি ‘অ্যাপোনিয়া’র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন বলে দাবি করা হয়েছে।

বাদী পক্ষের অভিযোগ, এ ঘটনায় তানজিন তিশা প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে শীত

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে শীত

নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App