×

সারাদেশ

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েইদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা অভিযোগ করেন, নবীনগর থেকে অপ্রত্যাশিতভাবে এমন একজনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি গত ১৭ বছর এলাকার রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তারা বলেন, মনোনীত ব্যক্তি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না এবং আওয়ামী লীগপন্থী অনেক ব্যক্তিকে ঘনিষ্ঠভাবে পাশে রাখছেন।

বক্তারা আরও বলেন, এটি শুধু প্রাথমিক মনোনয়ন—চূড়ান্ত নয়। দেশনায়ক তারেক রহমান বিষয়টি সঠিকভাবে বিবেচনা করবেন বলেই তারা বিশ্বাস করেন। নবীনগরের আসনটি ‘ধানের শীষ’-এর আসন উল্লেখ করে তারা যোগ্য প্রার্থী মনোনয়নের দাবি জানান, যাতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে।

জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “অনেক প্রতিকূলতার পরও মানুষের ভালোবাসা আমাদের প্রতি অটুট আছে। আমরা সাতজন প্রার্থী একসঙ্গে আছি এবং আগামী নির্বাচনে নবীনগরের আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। তিনি নিশ্চয়ই নবীনগরবাসীর প্রত্যাশা বুঝবেন। আমি আপনাদের ছেড়ে যাইনি—আপনারাও আমাদের ছেড়ে যাবেন না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগরে মানববন্ধন

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

নবীনগরে সাত মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

গণতন্ত্র না ফিরলে রাষ্ট্র ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ছে : বিএনপি মহাসচিব

গণতন্ত্র না ফিরলে রাষ্ট্র ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ছে : বিএনপি মহাসচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App