যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ২ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার সাভার ও টঙ্গী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে মুখোশ ও হেলমেট পরা তিন অস্ত্রধারী ঢুকে খুব কাছ থেকে গুলি করে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা করে।
দুর্বৃত্তরা পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনকে (১৮) কোমরে গুলি করে। তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এরপর মঙ্গলবার (১৮ নভেম্বর) নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় জনি ভূঁইয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। অন্য আসামিরা হলেন— সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) এবং রোকন (৩০)।
এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।
