×

ক্রিকেট

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে আসছে বিশাল পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে আসছে বিশাল পরিবর্তন

ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে রীতিমতো ধসে পড়েছে বাংলাদেশের মিডল অর্ডার। যার খেসারতটা দিতে হয়েছে ম্যাচ হেরে। শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার এড়াতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। তার প্রথম আর সিরিজের দ্বিতীয় ম্যাচটা আজ। এই ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনাই দেখা দিয়েছে।

বাংলাদেশ একাদশে আসতে পারে অন্তত দুটি পরিবর্তন। প্রথমটি প্রাকৃতিক কারণে। শ্রীলংকার গরমে খেলোয়াড়দের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, সেটা সিরিজের শুরু থেকেই। মিরাজ গল টেস্টে খেলতে পারেননি এ কারণে। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি রিশাদ হোসেনের। এবার এই অসুস্থতা পিছু নিয়েছে তানজিম হাসান সাকিবের।

প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে বেশ সফল ছিলেন তানজিম। সেই তিনি এবার অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার অনুশীলনেও ছিলেন না এই পেসার। শারীরিকভাবেও বেশ দুর্বল বোধ করছেন তিনি। যে কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার খেলাটা অনেকটাই অনিশ্চিত। তার জায়গায় একাদশে ঢোকার সম্ভাবনা আছে প্রথম ওয়ানডেতে না খেলা রিশাদ হোসেনের।

অন্য পরিবর্তনটি অবশ্য ফর্মের কারণে। সেই নামটা লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানডেতে বেশ অনেক দিন ধরেই ফর্মহীন। প্রথম ম্যাচে তাকে চারে নামানো হয়েছিল। তবে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই ফরম্যাটে শেষবার তিনি দুই অঙ্ক ছুঁয়েছেন প্রায় দুই বছর আগে। এরপর থেকে আট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন চার বার, রান করেছেন মোটে ১৩। ফলে তার ওপর আজ আস্থা না রাখার সম্ভাবনাই বেশি। তার জায়গায় দলে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারী।

পরিস্থিতি বিচারে এই দুই পরিবর্তনই হতে পারে। প্রেমাদাসার স্পিন বান্ধব উইকেটে ৩ পেসারের জায়গায় ৩ স্পিনার খেলানোর সিদ্ধান্তটাও অমূলক নয়। এদিকে লিটন দাসের জায়গায় শামীম আসতে পারেন কম্বিনেশনের কারণেও। লিটনকে চারে খেলালে তিনি, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে মিডল অর্ডারের চারজনই ডানহাতি হয়ে পড়েন। 

আর ডানহাতিদের বিপক্ষে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

‘মৃত’ খালে প্রাণের সঞ্চার: জলবায়ু সহনশীল উপকূল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

বায়ডারভিসিটি প্রকল্প ‘মৃত’ খালে প্রাণের সঞ্চার: জলবায়ু সহনশীল উপকূল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

‘১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’

‘১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App