×

ক্রিকেট

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর অনীহা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৩৫ এএম

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর অনীহা

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে যুক্ত করতে বেশ কিছুদিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সেই আমন্ত্রণে সাড়া দেননি।

বিসিবি সূত্রে জানা গেছে, আম্পায়ার্স বিভাগ থেকে সরাসরি যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ জানিয়েছেন, আপাতত তিনি ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চান। ফলে এবার অন্তত ম্যাচ রেফারির ভূমিকায় তাকে দেখা যাচ্ছে না।

আরো পড়ুন : শীর্ষ দশে মোস্তাফিজ, ইমন-তামিম-জাকের-শরিফুলের বড় লাফ

বিসিবির এ কর্মশালায় মাহমুদউল্লাহ ছাড়াও আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানি প্রমুখ। তাঁদের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ম্যাচ রেফারিংয়ে আগ্রহী আরও প্রায় ৩০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।

হাবিবুল বাশার দীর্ঘদিন ধরে বিসিবির সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বর্তমানে নারী উইংয়ের হয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন। আবদুর রাজ্জাকও জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন নিয়মিত।

দেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে, আর টি-টোয়েন্টিতে ছিলেন নিয়মিত অধিনায়ক। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। তাই আপাতত কোনো প্রশাসনিক বা রেফারিং দায়িত্বে যুক্ত না হয়ে পুরো মনোযোগ রাখছেন মাঠের খেলাতেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App