×

ক্রিকেট

ম্যানচেস্টারে হার এড়ানোতেই জয়ের স্বাদ ভারতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম

ম্যানচেস্টারে হার এড়ানোতেই জয়ের স্বাদ ভারতের

জাদেজা-সুন্দরের জুটি ভাঙতে পারেনি ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার টেস্টে এক পর্যায়ে হারের মুখোমুখি হলেও রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সাহসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়সমত ড্র নিয়ে মাঠ ছাড়ল ভারত। আর শেষ দিনের সেই সেঞ্চুরি-ড্র জাদেজা-স্টোকসের ‘হাত মেলানোর নাটক’ দিয়ে আরো রোমাঞ্চ ছড়ালো পাঁচ ম্যাচের এই সিরিজে।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। কিন্তু স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই পড়ে যায় দুই উইকেট, ভাঙে ড্রয়ের স্বপ্নও। তখনই ম্যাচের রাশ যেন ইংল্যান্ডের হাতেই।

কিন্তু সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন কেএল রাহুল ও শুভমান গিল। পঞ্চম দিন শুরু হয় ২ উইকেটে ১৭৪ রান নিয়ে। দুজনের ১৮৮ রানের জুটিতে ম্যাচে ফেরে ভারত। রাহুল মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও অধিনায়ক গিল তুলে নেন ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। গিলের বিদায়ের পর ফের জয়ের গন্ধ পায় ইংল্যান্ড। তখনও ভারতের পিছিয়ে থাকা ৮৯ রান।

আরো পড়ুন : ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল

এরপরই দৃশ্যপট বদলে দেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দিনের বাকি ওভারগুলো দারুণভাবে সামলে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত জাদেজা অপরাজিত ১০৭ আর সুন্দর ১০১ রানে মাঠ ছাড়েন। তাদের ব্যাটেই ইংল্যান্ডের সম্ভাব্য জয় চলে যায় ড্রতে।

সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে শেষ ১৫ ওভার বাকি থাকতে। তখন জাদেজা সেঞ্চুরি থেকে ১১ রান দূরে, সুন্দর ২০ রান দূরে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এগিয়ে আসেন হাত মেলাতে, খেলা বন্ধ করতে। কিন্তু জাদেজা-সুন্দর সেই প্রস্তাব ফিরিয়ে দেন! স্টোকস আম্পায়ারের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। এরপর দুজনেই সেঞ্চুরি পূর্ণ করে তবে ড্র মেনে নেন গিলের দল।

জাদেজা এক সিরিজে ছয় বা এর নিচে ব্যাটিং পজিশনে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ভিভিএস লক্ষ্মণের পাশে। স্যার গ্যারি সোবার্সের পর প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সফরে টানা পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন জাদেজা।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে হাত না মেলানোর ঘটনার পর শেষ টেস্ট ওভালে যে আরো উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

তিন ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App