যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত। টস হারার পর ব্যাট করতে নেমে শুরুতে ঝোড়ো ব্যাটিং করা ভারত শেষ দিকে কিছুটা খেই হারালেও অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং অর্ডারে রদবদল করে দলের জন্য এক রকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।
ম্যাচের পর সূর্যকুমার বলেন, প্রতিযোগিতায় আমাদের প্রথমে ব্যাট করার সুযোগ খুব কম ছিল। তাই বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা আমাদের ব্যাটিং পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। সুপার ফোরে ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা কতটা কী করতে পারছি, সেটা যাচাই করা দরকার ছিল। পিচ পরে একটু মন্থর হয়ে যাচ্ছে, শিশিরের সমস্যা নেই, তাই বল করতে কোনো অসুবিধা হচ্ছে না। সব মিলিয়ে আমরা ২০ ওভার ব্যাট করার পরিকল্পনা করেছিলাম।
আরো পড়ুন : ১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ
তিনি জানান, শিবাম দুবেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে পাঠানোও পরিকল্পনার অংশ ছিল। বাংলাদেশের ভালো বাঁহাতি এবং লেগ স্পিনার আছে। শিবম স্পিন ভালো খেলতে পারে। তাই ওকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো হয়েছিল। আমরা চাইছিলাম, ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাটিং করুক। এটি পুরোপুরি আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। যদিও শিবাম বাংলাদেশের বিপক্ষে রান তুলতে পারেনি, তবে পরের ম্যাচে আবার চেষ্টা করব।
ভারতের ইনিংস ১৬৮ রানে শেষ হয়। সূর্যকুমার ব্যাখ্যা করেন, প্রথম ১০ ওভারে ৯৬ রান ওঠার পরও ১৮০-১৮৫ রান করা যায়নি, কারণ আউটফিল্ড মন্থর। দ্রুতগতির আউটফিল্ড হলে ১৮০-১৮৫ রান সম্ভব হতো। তবে যদি আমরা ১২ থেকে ১৪ ওভারে ভালো বল করতে পারি, যেকোনো স্কোরে জেতা সম্ভব।
সুপার ফোরে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার, কারণ ফাইনালে ভারতের জায়গা নিশ্চিত হয়ে গেছে, আর বাংলাদেশের বিপক্ষে জয়ের ফলে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত।