×

ক্রিকেট

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত, আর বিদায়ও নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। ফলে সুপার ফোরের শেষ ম্যাচটা ছিল কেবল নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেই দেখা গেল টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানে সমতায় শেষ হয় দুই দলের ইনিংস। শেষমেশ নাটকীয় সুপার ওভারে জয় পায় সূর্যকুমার যাদবের ভারত।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। শুরুতে শুভমান গিল (৪) দ্রুত ফিরলেও অভিষেক শর্মা ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সঞ্জু স্যামসন (৩৯) ও তিলক ভার্মার (৪৯*) জুটি দলকে এগিয়ে নেয়। শেষদিকে অক্ষর প্যাটেলের ১৫ বলে ২১ রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০২। শ্রীলঙ্কার পাঁচ বোলার সমান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল মেন্ডিস শূন্য রানে ফেরেন। তবে পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মিলে ১২৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। পেরেরা আউট হন ৫৮ রানে। অন্যপ্রান্তে নিশাঙ্কা খেলেন দুর্দান্ত সেঞ্চুরি—৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০৭ রান। এটি ভারতের বিপক্ষে কোনো লঙ্কান ব্যাটারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং এশিয়া কাপে তৃতীয় সেঞ্চুরি। শেষ ওভারে ১২ রান দরকার হলেও লঙ্কানরা তুলে কেবল ১১ রান, ফলে তাদের ইনিংস থামে ভারতের সমান ২০২ রানে।

আরো পড়ুন : ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

ম্যাচ গড়ায় সুপার ওভারে। শ্রীলঙ্কা ৪ বলে ২ রানেই হারায় ২ উইকেট। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই সূর্যকুমার যাদব কভার ড্রাইভ খেলে শুভমান গিলকে সঙ্গে নিয়ে ৩ রান পূর্ণ করেন। তাতেই সুপার ওভারে জিতে অপরাজেয় থেকে ফাইনালে জায়গা নিশ্চিত করে ভারত।

এ নিয়ে টি-টোয়েন্টিতে ষষ্ঠবার সুপার ওভারে খেলল শ্রীলঙ্কা, যেখানে ৪টিতেই হেরেছে তারা। বিপরীতে ভারত সুপার ওভারে জয় পেয়েছে ৬ ম্যাচেই। এই ম্যাচে বিশ্রামে ছিলেন ভারতের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

শারদীয় দুর্গাপূজা সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

টম ক্রুজের সঙ্গে রাত কাটাতে চান আমিশা প্যাটেল

টম ক্রুজের সঙ্গে রাত কাটাতে চান আমিশা প্যাটেল

শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা শুধু নির্বাচিত পার্লামেন্টের

সুশীলা কার্কি শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা শুধু নির্বাচিত পার্লামেন্টের

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App