×

ক্রিকেট

ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল ম্যাচ বাকি থাকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার তারা এশিয়া কাপের ফাইনালে খেলতে যাচ্ছে। তবে চলতি টুর্নামেন্টে তাদের আগের দুই ম্যাচের তুলনায় বিতর্ক ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল উভয় দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পিসিবি। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছেন। আর পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান কোনো শাস্তি পাননি, তবে সতর্ক করা হয়েছে।

ফারহান সুপার ফোরে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন। তার উদযাপন নিয়ে বিতর্ক ওঠে এবং বিসিসিআই অভিযোগ জানায়। ফারহান দাবি করেন, তার উদযাপনে কোনো রাজনৈতিক বার্তা নেই এবং এটি ক্রিকেটীয় রীতির মধ্যে পড়ে। তিনি উদাহরণ হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির ‘গানশট’ উদযাপন উল্লেখ করেন।

আরো পড়ুন : শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

হারিস রউফ একই ম্যাচে ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা নেটিজেনরা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে মনে করেছেন। এ বিষয়ে বিসিসিআইও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল।

শুনানিতে তিন ক্রিকেটার নিজেদের যুক্তি উপস্থাপন করেন। তবে সূর্যকুমার ও রউফের ব্যাখ্যা আইসিসি সন্তোষজনক মনে করেনি। ফলে তাদের জরিমানা এবং ফারহানকে সতর্ক করার সিদ্ধান্ত আসে। সূর্যকুমার যাদবকে দেওয়া জরিমানা নিয়ে বিসিসিআই আপিল করেছে।

এর আগে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশ্যাক’ নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়। পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে প্রত্যাহারের আবেদন জানায়, তবে আইসিসি তাকে বহাল রেখেই বাকি ম্যাচ আয়োজনের অনুমোদন দেয়। পাকিস্তান দলের ম্যাচ বয়কটের হুমকির পর অবশেষে তারা ক্ষমা চেয়ে মাঠে নামে।

সব বিতর্কের মধ্যেই রোববার অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ফাইনাল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ব পর্যটন দিবসে গোল্ডেন টিউলিপের র‌্যালি

বিশ্ব পর্যটন দিবসে গোল্ডেন টিউলিপের র‌্যালি

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইউরোপকে কটাক্ষ নেতানিয়াহুর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইউরোপকে কটাক্ষ নেতানিয়াহুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App