×

ক্রিকেট

বকেয়া পারিশ্রমিক দাবি করে বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ বিজয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

বকেয়া পারিশ্রমিক দাবি করে বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ বিজয়ের

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়কে ফিক্সিং সন্দেহে জড়িত থাকার অভিযোগে ১২তম বিপিএল নিলামের আগেই বাদ দেওয়া হয়েছিল। বাদ পড়ার পর তিনি আগের আসরের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবি তোলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক লাইভে বিজয় জানান, বিপিএলের গত আসরে রাজশাহী দলের হয়ে খেলার পর তিনি এখনো পারিশ্রমিক পাননি। বিষয়টি তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলসহ সংশ্লিষ্ট সবার কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি যে পারিশ্রমিক পাইনি সে ব্যাপারে আমি বিপিএলের গভর্নিং কাউন্সিলসহ যারা দায়িত্বে ছিলেন সবাইকে অবগত করেছি। নতুন করে কিছু বলছি না। লাইভে আমি তিনটি ডকুমেন্ট দেখিয়েছি—রাজশাহীর সঙ্গে আমার চুক্তিপত্র, রাজশাহীর দেওয়া কিন্তু অর্থবিহীন চেক, এবং বিসিবিকে পাঠানো ই-মেইল। ১০-১৫ দিন হয়ে গেলেও কোনো উত্তর পাইনি।’

বিজয় অভিযোগ করেন, তাকে ডিরেক্ট সাইনিং প্লেয়ার হিসেবে আখ্যা দিয়ে বিসিবি দায় এড়ানোর চেষ্টা করছে। ‘ডিরেক্ট সাইনিংয়ের খেলোয়াড় হলে বিসিবি দায়িত্ব নেবে না—এটা বলা হচ্ছে। তাহলে আমি কাদের হয়ে খেলেছি? রাজশাহী টিম তো বিসিবির অধীনেই। যদি ড্রাফটে যেতে হত তাহলে আমার বেস প্রাইস ছিল ৪০ লাখ টাকা। ড্রাফটে বিক্রি হলেও সেই টাকা কি বিপিএল দিত? ১০ লাখ টাকা বেশি পাওয়ার কারণে আমি ডিরেক্ট সাইনিং করেছি।’

আরো পড়ুন : বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

তিনি আরও স্মরণ করিয়ে দেন, রাজশাহী দলের পেমেন্ট সংকটের সময় পুরো দল প্র্যাকটিস বয়কট করেছিল। ‘পেমেন্ট জটিলতায় হোটেলে মালিককে আটকে রাখা, বাসের পেমেন্ট না থাকা—এমন ঘটনা হয়েছিল। তখন বিসিবির দায়িত্বশীলরা আমাদের সঙ্গে বৈঠক করেন। আমি, ইয়াসির, তাসকিন, আকবর, ফারুক স্যার, মঞ্জু ভাই, আকরাম ভাই—সবাই ছিলেন। বিসিবি তখন আমাদের আশ্বস্ত করে টুর্নামেন্ট চালিয়ে যেতে বলেছিল।’

বিজয় দাবি করেন, বিপিএলের ম্যাচগুলো খেলার পরই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ‘যদি অভিযোগ বিপিএলের মাঝেই হয়ে থাকে, তাহলে আমরা খেলা চালিয়ে গেলাম কেন? বয়কট করলে তো অভিযোগই আসত না। বিসিবির কথায় খেলা চালিয়েছি, এখন বলা হচ্ছে ডিরেক্ট সাইনিংয়ের টাকা দেব না—এটা কেমন কথা? তাহলে কি আমরা ইউজড হলাম?’

তিনি আরো বলেন, ‘আমি মাঠে পরিশ্রম করেছি, সেঞ্চুরি করেছি, পঞ্চম সর্বোচ্চ রান করেছি। এরপরও যদি টাকা না দেন, এটা মানতে পারব না। কমিটমেন্ট কোথায়? মিডিয়াতে এসে বলা যায়, কিন্তু পেমেন্ট নিয়ে কথা বলা যায় না—এটা তো ঠিক না। আমি তো অবৈধ কিছু চাইছি না; যা প্রতিশ্রুতি ছিল, সেটাই চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি: দুই ‘মিত্রের’ ভোটের টক্কর

রাজনীতি: দুই ‘মিত্রের’ ভোটের টক্কর

ছোট আমানত ব্যাংকমুখী, সরে যাচ্ছেন অতি ধনীরা

অর্থনীতি ছোট আমানত ব্যাংকমুখী, সরে যাচ্ছেন অতি ধনীরা

বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

বকেয়া পারিশ্রমিক দাবি করে বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ বিজয়ের

বকেয়া পারিশ্রমিক দাবি করে বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ বিজয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App