×

ক্রিকেট

অস্থিরতার মাঝেও বিপিএলের শুরু নির্ধারিত সময়েই: বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

অস্থিরতার মাঝেও বিপিএলের শুরু নির্ধারিত সময়েই: বিসিবি

ছবি : সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে, গত সপ্তাহে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ঘটনায় সংক্রমিত অশান্তির মধ্যেও বিপিএলের আয়োজকরা খেলার সূচি নিয়ে আশাবাদী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে গড়াবে বিপিএল। তবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিসিবির সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, বিপিএল নিয়ে এই মুহূর্তে কোনো সন্দেহ নেই। ২৬ ডিসেম্বর থেকে আসর শুরু হবে, ইনশাআল্লাহ। সরকারি এজেন্সির সঙ্গে আলোচনা চালু রয়েছে, তারা জানিয়েছে কোনো সমস্যা নেই। মাঠসহ টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন।

ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিক ফাহাদও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (রোববার) থেকে অনুশীলন শুরু হবে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার কোনো শঙ্কা নেই। বিদেশি খেলোয়াড়দের টিকিট থেকে মাঠের সরঞ্জাম সব প্রস্তুত।

উদ্বোধনী দিনে ২৬ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে মাঠে নামবে। সিলেট পর্বের পর আসর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে, যেখানে মোট ৩৪টি ম্যাচ খেলা হবে। প্লে-অফের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App