হাদির জানাজায় প্রধান উপদেষ্টা
ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
নামাজে জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছ, বাংলাদেশ যতদিন থাকবে তুমি ততদিন সব বাংলাদেশির বুকের মধ্যেই থাকবে।
ড. ইউনূস বলেন, আজ পথে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি—তুমি যা বলে গেছ, আমরা যেন তা পূরণ করতে পারি। এই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পালন করবে। তোমার মানবপ্রেম, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমরা প্রাণে গ্রহণ করছি।
আরো পড়ুন : লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনে ওসমান হাদির জানাজা
জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিরাও ভার্চ্যুয়ালি এই মুহূর্তের খবরাখবর অনুসরণ করছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
পূর্বঘোষণা অনুযায়ী জানাজা দুপুর ২টায় হওয়ার কথা থাকলেও তা শুরু হয় আড়াইটায়। জানাজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুরো এলাকায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নির্দেশনা অনুযায়ী, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয় এবং সংসদ ভবন এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন ওসমান হাদি। তাঁর মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
