×

ক্রিকেট

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

ছবি : সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) নিয়ে বিতর্ক ক্রমেই আলোচনার কেন্দ্রে এসেছে। সিলেটে বিপিএল চলাকালে সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস। ওই সময় দলের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানকে জেরা করার ঘটনাও ঘটে। যদিও পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, বিষয়টি নিয়মিত প্রক্রিয়ার অংশ।

এবার নিজেদের টুর্নামেন্টের শেষ ম্যাচে এই প্রসঙ্গে মুখ খুললেন ঢাকার ব্যাটার সাইফ হাসান। তিনি বলেন, ‘প্রথম দুই-তিন ম্যাচে যখন পারফরম্যান্স ভালো হচ্ছিল না, তখন স্বাভাবিকভাবেই ওদের (আকসু) কাছে বিষয়টা লেগেছে। গত বছরের তুলনায় আমার পারফরম্যান্স কম ছিল। গত বছর যেভাবে খেলেছি, এবার সেভাবে না হওয়ায় ওদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তাই ওরা হুট করে এসে চার্জ করেছে।’

আকসুর এমন আচরণ মানসিকভাবে বিরক্ত করেছে বলে জানান সাইফ। তিনি বলেন, ‘বিষয়টা আমারও ভালো লাগেনি। আমি বিরক্ত হয়েছি। কারণ আমি এসবের জন্য ক্রিকেট খেলি না। আমি ক্রিকেট খেলি আমার প্যাশনের জন্য। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও এমন না যে এসব নিয়ে প্রশ্ন উঠবে। তাই এই ব্যাপারটা আমাকে অনেক বিরক্ত করেছে।’

এই হস্তক্ষেপ তার খেলায় প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেন সাইফ। তার ভাষায়, ‘একটু তো বিরক্ত লাগেই। কারণ এর পরপরই যে দুই-তিনটা ম্যাচ খেলেছি, তখন স্বাভাবিকভাবেই মাথার ভেতর কাজ করেছে—আমি কী করছি, কী করছি না, ওরা কী ভাবছে। একটা বিরতির পর ভাবলাম, এগুলো তো আমার হাতে নেই। যেহেতু এমন কিছু হয়েছে, চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার।’

শেষ ম্যাচের সেরা খেলোয়াড় জানান, জেরার বিষয়টি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে তারা কিছু জানায়নি। সিলেটে আমি ব্যাটিংয়ের আগে ড্রেসিংরুমে ছিলাম, তখন ওরা এসেছিল। তার আগের দিন আবার রুমেও এসেছিল।’

তিনি বলেন, ‘এটা অবশ্যই সারপ্রাইজিং। আমি বিশ্রাম নিচ্ছিলাম, হুট করে এসে পড়েছে। গুরবাজ তো তখন ঘুমাচ্ছিল। সাধারণত আগে থেকে জানানো উচিত। হঠাৎ এভাবে আসা অনেকটাই অসম্মানজনক।’

তবে পরে আকসুর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান সাইফ হাসান। তিনি বলেন, ‘ওই সময় কোনো মিটিং হয়নি, সরাসরি রুমে এসে কথা বলেছে। কিছু না পেয়ে তারা দুঃখিত বলে চলে যায়। এরপরের কয়েকদিন বারবার দুঃখ প্রকাশ করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিলো সরকার

বৈধ অস্ত্র থানায় জমা দিতে সময়সীমা বেঁধে দিলো সরকার

তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App