ডাকাতির সময় দুই সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

ছবি : প্রতীকী
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় রোববার দুপুরে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুই সাবেক সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার সময় অবসরপ্রাপ্ত এক লেফটেন্যান্ট ও এক করপোরালসহ পাঁচজনের একটি দল ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক ভাড়াটিয়াকে খুঁজছিল। তবে টার্গেট ব্যক্তি না থাকায় তারা বাসার মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আরো পড়ুন : ঢাকায় হালকা বৃষ্টি, চার বিভাগে ভারী বর্ষণের আভাস
এ সময় আশপাশের এক ব্যক্তি তাদের গাড়ি অনুসরণ করে চিৎকার শুরু করেন—‘ডাকাত যাচ্ছে, ডাকাত যাচ্ছে’। তার চিৎকারে স্থানীয়রা সতর্ক হয়ে গাড়ির পিছু নেয়। ডাকাত দলের গাড়িটি মিরপুর ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে অন্য গাড়ির ভিড়ে আটকে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের সোমবার আদালতে তোলা হবে।