মাইলস্টোনে বিমান বিধ্বস্ত
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান ।
তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছেন। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার (গুরুতর) এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন।
ডা. মো. নাসির উদ্দিন বলেন, এদিন সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছি আমরা। প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে—কে কী ওষুধ পাবে, কার অপারেশন লাগবে, কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি।
তিনি আরো বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রসেস। ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।