উত্তরায় বিমান বিধ্বস্ত: ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ জনের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছেন। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার (গুরুতর) এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন।