×

অপরাধ

শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম

শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে দুদকের মামলা

রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সাড়ে ১২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে।

রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের এক ঊর্ধ্বতন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানিয়েছে, পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও সরকারি জমি বণ্টনের অনিয়মের অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে।

আরো পড়ুন : আলজাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

মামলার এজাহারে বলা হয়েছে, রাদওয়ান মুজিব সিদ্দিক তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া, কোনো স্বীকৃত ব্যবসা বা আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি ৩টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুসারে অভিযোগ আনা হয়েছে।

এর আগেও রাদওয়ান মুজিবের নাম এসেছে আলোচিত পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে। গত ১০ মার্চ রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি চার্জশিট আদালতে জমা দেয় দুদক। সেই মামলাগুলো এখন আদালতে বিচারাধীন।

এছাড়া গত ১৭ জুলাই শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ও রাদওয়ানের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধেও পৃথক ৪টি মামলা করেছে দুদক। সেই মামলায় তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ, এবং দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ও ৪ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App