আত্মসমর্পণের পর কারাগারে যুবদল নেতা ইসহাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

আদালত চত্বরে ইসহাক সরকার (সাদা পাঞ্জাবি পরিহিত)। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে বিস্ফোরক দ্রব্য আইনে সাত বছরের সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৭ আগস্ট) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর ভারপ্রাপ্ত বিচারক আলামিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ সাল মার্চে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ২০২৩ সালের ২৩ নভেম্বর এ মামলায় ইসহাক সরকারের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী।
ইসহাক সরকারের আইনজীবী মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও চার মামলায় ইসহাক সরকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। প্রত্যেক মামলায় আওয়ামী লীগ সরকার আমলে আদালত তার সাজা দিয়েছেন। আদালত সব মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা সাজার বিরুদ্ধে আপিল করব। আশা করি, আদালত জামিন মঞ্জুর করবেন।