×

অপরাধ

অপকর্ম ঢাকতে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করলেন বেনজীরের ক্যাশিয়ার জসিম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

অপকর্ম ঢাকতে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করলেন বেনজীরের ক্যাশিয়ার জসিম

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম আহমেদ নিজের অপকর্ম আড়াল করতে এবার নিজের ছোট ভাই মাসুদুল ইসলাম, তার স্ত্রী ফারিহা এবং বন্ধু মোহাম্মদ ওয়াশি ইবতেদার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছেন। গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় জসিমের পক্ষে মামলাটি দায়ের করেন হোটেল রামাদার সিনিয়র এইচআর অফিসার আহমাদুল হাসান। এর আগে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানায় একই ধরনের আরেকটি মামলা করেন হোটেল রামাদার ক্যাশিয়ার বুলবুল ফাহাদ।

দুটি মামলার এজাহারে অভিযোগ থেকে জানা যায়, হোটেল রামাদার (হোটেল আইবিআইএস লিমিটেড) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) কক্সবাজার শাখার একটি অ্যাকাউন্ট থেকে মাসুদুল ইসলাম বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। গত ২০ আগস্ট অ্যাকাউন্ট নম্বর ০১৮২১১২০০০০০২৮৬৭ থেকে ৪৬ লাখ ৫৩ হাজার ৯৯ টাকা, ২৪ আগস্ট ৪২ লাখ ৭৪ হাজার ৮৭৪ টাকা, ২৬ আগস্ট ১ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৯১৬ টাকা এবং নগদ ডেবিট ভাউচারের মাধ্যমে ৪ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন তিনি।

প্রথম মামলায় অভিযোগের ঘটনাস্থল হিসেবে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোড, পাথরঘাটার আলহাজ মফজল টাওয়ারে মাসুদুল ইসলামের বাসা উল্লেখ করা হয়। দ্বিতীয় মামলায় ঘটনাস্থল হিসেবে দেখানো হয়েছে কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকার হোটেল রামাদা।

অনুসন্ধান ও নথি পর্যালোচনায় জানা গেছে, হোটেল রামাদার সব ব্যাংক অ্যাকাউন্ট মাসুদুল ইসলাম এবং আরেক নির্বাহী পরিচালক মেহেদী হাসান দীপুর যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। অভিযোগে উল্লিখিত চেকগুলোতে উভয়ের স্বাক্ষর রয়েছে এবং ইউসিবিএল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চেকগুলো পাসের আগে হোটেলের শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়েছিল।

চট্টগ্রামে দায়ের করা প্রথম মামলাটি গত ১০ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপসনামার মাধ্যমে নিষ্পত্তি হয়। আপসনামায় বাদী জানান, মাসুদুল ইসলাম সব পাওনা পরিশোধ করেছেন। তাই মামলা প্রত্যাহারে তাদের কোনো আপত্তি নেই।

জসিমের ছোট ভাই মাসুদুল ইসলাম সাংবাদিকদের জানান, বড় ভাই জসিম আহমেদ তার কর্মচারীদের দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন, এই মামলার পেছনে জসিমের স্ত্রী তানজিনা সুলতানা জুহি এবং তার মাদকাসক্ত শ্যালক জুয়েল জড়িত। হোটেল রামাদার অর্ধেক শেয়ার জুহির নামে রয়েছে। জসিম ও জুহিরের পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

মাসুদুল ইসলাম জানান, কয়েক মাস আগে কক্সবাজারে হোটেল রামাদা নিয়ে জসিম সমস্যায় পড়লে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং প্রভাবশালী গ্রুপ ম্যানেজ করে বড় ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জসিম জেলে গেলে তাকে জামিনে মুক্ত করতে তিনি ভূমিকা রেখেছিলেন। তবে জসিমের স্ত্রী জুহি এবং শ্যালক জুয়েল হোটেল রামাদার শেয়ার রংধনু গ্রুপের কাছে হস্তান্তর করতে বাধা দিচ্ছেন। 

মাসুদুল ইসলাম দাবি করেন, জসিম ও তার পরিবারের অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

পুলিশের খাতায় জসিম আহমেদ একজন কুখ্যাত অপরাধী। সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। জসিমের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে, যার বেশিরভাগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন। বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ইউনিট জসিমের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

১৩৩ ধাপ উন্নতি সাইফের, শীর্ষ দশে মুস্তাফিজ

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক, যেসব আলাপ হলো

হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় নভেম্বরে: দুদক চেয়ারম্যান

হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় নভেম্বরে: দুদক চেয়ারম্যান

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App