শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অস্থিরতা সৃষ্টি হয়েছে- এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবস উপলক্ষেও কোনো অস্থিরতার আশঙ্কা নেই।
আরো পড়ুন : সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি
তিনি জানান, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই সব কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতবার আমাদের প্যারেড হয়নি, এবার প্যারেড অনুষ্ঠিত হবে।
ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর বিস্তারিত জানতে পারব।
উঠিয়ে নেওয়ার ঘটনাটি অপরাধ কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা আমি দেখবো।
