কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম

সারোয়ার হোসেন নান্নু। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) মারা গেছেন।
রোববার (২৭ জুলাই) ভোরে বুকের ব্যথা শুরু হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই মৃত্যু হয় এই নেতার।
মৃত্যুকালে সারোয়ার হোসেন নান্নু তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাদের মধ্যে দুজন ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর চারটার কিছু আগে তাকে আমাদের কাছে আনা হয়। প্রাথমিক পরীক্ষা করেই বুঝতে পারি, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। হাসপাতালে আনার মাত্র ৫-৭ মিনিটের মধ্যেই তিনি মারা যান। চেষ্টা করলেও ভর্তি রাখার মতো অবস্থা ছিল না।
আরো পড়ুন : জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, বুকের ব্যথা অনুভব করলে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয়। তিনি রাজনৈতিক মামলায় গত ৫ মে থেকে কারাগারে ছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন সারোয়ার হোসেন নান্নু।
সারোয়ার হোসেন নান্নুর পরিবারও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো বোনের স্বামী। একই মামলায় গ্রেফতারের পর ফয়সাল বিপ্লবও কিছুদিন মুন্সীগঞ্জ জেলা কারাগারে ছিলেন, বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।
রাজনীতির পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন সারোয়ার হোসেন নান্নু। মঞ্চ নাটকে অভিনয় করতেন তিনি। তাঁর শ্বশুর ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী আব্দুল হাই, আর প্রয়াত অভিনেতা টেলি সামাদ তাঁর চাচা শ্বশুর।