×

ঢাকা

হাসপাতালের বেডেই সম্পন্ন হলো ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

হাসপাতালের বেডেই সম্পন্ন হলো ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান

ছবি : ভোরের কাগজ

সনাতন সম্প্রদায়ের মানুষজন বিয়ের লগ্নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। তাই বর শারীরিকভাবে গুরুতর অসুস্থ হলেও লগ্নভ্রষ্টের আশঙ্কা এড়াতে পুরোহিতের মাধ্যমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হলো এক অনন্য বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বর-কনের পরিবারের সদস্যরা জানান, শহরের চাঁন মিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু বিয়ের দিন ঘনিয়ে আসার আগেই অভিজিৎ গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর দুই পরিবারের সম্মতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিশেষ কক্ষে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান।

আরো পড়ুন : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

অতিথিরা জানান, বিয়ের অনুষ্ঠানটি সাধারণ হলেও পরিবেশ ছিল অন্যরকম। হাসপাতালের বেডে শুয়েই বর কনের গলায় মালা পরান এবং জীবনসঙ্গী হিসেবে একে অপরকে গ্রহণ করেন। সুখে-দুঃখে সারাজীবন পাশে থাকার অঙ্গীকারও করেন তারা।

বরের বাবা অরবিন্দ সাহা জানান, এমন আয়োজন তারা কল্পনাও করতে পারেননি। তবে আগে থেকেই বিয়ের দিনক্ষণ নির্ধারিত থাকায় নির্ধারিত তারিখেই অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।

হিন্দু বাঙালি বিয়েতে অন্যতম গুরুত্বপূর্ণ আচার সাতপাকে বাঁধা। সাধারণত ছাদনাতলায় বর এলে কনেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয় এবং বরের চারপাশে সাতবার ঘোরানো হয়। তবে এই বিয়েতে অভিজিৎ সাহা হাসপাতালের বেডেই শুয়ে থেকে সাতপাকের আচার পালন করেন।

মানিকগঞ্জের এই ব্যতিক্রমী বিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এ আয়োজনের ছবি ও ভিডিও, যা হয়ে উঠেছে ভাইরাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনে ইইউ–মার্কিন বৈঠক

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনে ইইউ–মার্কিন বৈঠক

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App