×

অর্থনীতি

পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। বুধবার (৩০ জুলাই) ওয়াশিংটন ডিসি থেকে হোয়াটস অ্যাপে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে মঙ্গলবার (২৯ জুলাই) ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে এ ধারণা পাওয়া গেছে।

তিনি বলেন, আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। তবে কত হবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আজ ও আগামীকাল আমাদের মিটিং রয়েছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছি।

২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) প্রথম দিনের আলোচনা শেষ হয়। তিন দিনের আলোচনা বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ হওয়ার কথা।

আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে আরও রয়েছেন-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট যা কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা করছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে গড়ে সাড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। বর্তমানে যা ২২ থেকে ২৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

৫ আগস্ট থেকে সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে : নাহিদ ইসলাম

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত আরো ৪৮, অনাহারে ৮৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App