×

অর্থনীতি

গভর্নর

‘দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনায় আমার কোনো সম্পর্ক নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

‘দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনায় আমার কোনো সম্পর্ক নেই’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইতে ৪৫ কোটি টাকার সম্পত্তি কিনে দেননি বলে জানিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। তার প্রায় ৪০ বছর বয়স; সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।'

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট সোমবার শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

ওই পোস্টে বলা হয়, জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!'

পোস্টটিতে আহসান এইচ মনসুর অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয়। যদিও এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ কিছুই উল্লেখ করা হয়নি। 

এ বিষয়ে গভর্নর জানান, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সঙ্গে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নাম সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ

জীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি ও কর্পোরেট প্রভাব লক্ষণীয়

কপ৩০-এর ৫ম দিন জীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি ও কর্পোরেট প্রভাব লক্ষণীয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App