×

বিনোদন

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

নতুন দাম্পত্য শুরু করলেন অমিতাভ-মুশফিকা

ছবি : সংগৃহীত

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

এটি নির্মাতার তৃতীয় বিয়ে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন মুশফিকা। ব্রুকলিক কলেজ থেকে সম্পন্ন করেছেন ফিল্ম প্রোডাকশন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

 শনিবার (১৫ নভেম্বর) অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে নিজেদের দুটি কাপল ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দুজনের হাতে বিয়ের আংটি স্পষ্ট। দুজনেরই উপস্থিতি ছিল হাস্যোজ্জ্বল।

ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, এটা এখন অফিসিয়াল। আলো আর ছায়ার সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি। চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।

বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা। সামাজিক মাধ্যমে প্রায়ই ভেসে ভেড়ায় দুজনের সুন্দর কিছু মুহুর্ত। চলতি বছরের ৭ মে সম্পর্কের জানান দেন তারা।

প্রসঙ্গত, বিবাহিত জীবনের শুরুতে অভিনেত্রী নওরীন হাসান খান জেনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ রেজা। এরপর দ্বিতীয়বার মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে দুটি দাম্পত্যজীবনের ইতি ঘটার পর এখন তৃতীয়বার বিয়ের সম্পর্কে জড়ালেন নির্মাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App