জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ : সালেহউদ্দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশজুড়ে এলপি গ্যাসসহ জ্বালানি খাতে সরকার কাজ করছে এবং জ্বালানি সরবরাহ এখন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে এ খাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভেনেজুয়েলা ও ইরানে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে প্রভাব পড়তে পারে—এ বিষয়ে সরকারের প্রস্তুতি জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, জ্বালানির ক্ষেত্রে ভেনেজুয়েলা একটি স্বাধীন অবস্থানে রয়েছে। সেখানে হঠাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরো পড়ুন : চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়াই শিক্ষার লক্ষ্য: ড. ইউনূস
তিনি বলেন, জ্বালানি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, যেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। কারণ জ্বালানি নিশ্চিত করা না গেলে দেশের স্থানীয় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানির দুটি দিক—পাওয়ার ও এনার্জি—এই দুই ক্ষেত্রেই একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব অফশোর ড্রিলিং, কয়লার ব্যবহার এবং মধ্যপাড়ার হার্ড রক কয়লা ব্যবস্থাপনা।
টিআইবির একটি প্রতিবেদনে উপদেষ্টাদের তুলনায় ব্যুরোক্রেসি বেশি শক্তিশালী—এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, দেশে এই প্রবণতা নতুন নয়। তিনি বলেন, সব লক্ষ্য শতভাগ পূরণ করা সম্ভব হয়নি, তবে নানা সীমাবদ্ধতা, সমন্বয় এবং দক্ষ জনবলের প্রয়োজনীয়তার মধ্যেই সরকার কাজ করছে।
এদিনের বৈঠকে সয়াবিন তেল ও সার ক্রয়, বরিশালের একটি প্রত্যন্ত এলাকায় সেতু নির্মাণ এবং বিদেশে পাঠানোর জন্য ৬০ হাজার চালক তৈরির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
