×

আইন-বিচার

প্লট দুর্নীতি

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায়ের তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায়ের তারিখ নির্ধারণ

ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ মামলার রায় দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম।

তিনি জানান, এদিন মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক রাজউক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি। যুক্তিতর্ক শেষ হলে আদালত রায়ের দিন ঠিক করেন।

এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের আরেকটি প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক মোট ছয়টি মামলা করে। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিনটি মামলার বিচার শেষে সাজার রায় হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের একটি মামলাতেও সাজা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ হত্যা মামলা সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App