×

শিক্ষা

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ছাত্র নির্যাতনের প্রতিবাদে গাবতলীতে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ছাত্র নির্যাতনের প্রতিবাদে গাবতলীতে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি!

ছবি: সংগৃহীত

ঢাকার দারুসসালাম থানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মনিরুল ইসলাম সিয়ামের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির পেছনে মূল প্রেক্ষাপট ছিল মঙ্গলবার (২২ জুলাই) সকালে ১০ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব ‘পটেটো রুবেল’ কর্তৃক ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর এবং সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনা।

এই ঘটনার প্রতিবাদে এদিন প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন। তবে ব্লকেড চলাকালীন রাস্তায় যানবাহন চলাচলে কোনো প্রভাব পড়েনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটির অবৈধ বিওটি চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে আনায় তিনি ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে হামলা চালিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া দুপুর ১২টা থেকে গাবতলী ইউরোপিয়ান ইউনিভার্সিটি সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ প্রশাসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের উদ্ধার করতে গিয়ে প্রাণ দেয়া শিক্ষিকা মাহরীন শেষ মুহূর্তে যা বলেছিলেন

শিশুদের উদ্ধার করতে গিয়ে প্রাণ দেয়া শিক্ষিকা মাহরীন শেষ মুহূর্তে যা বলেছিলেন

গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা

গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা

আগুনে কত শতাংশ পুড়লে প্রাণহানির শঙ্কা হয়?

আগুনে কত শতাংশ পুড়লে প্রাণহানির শঙ্কা হয়?

উত্তরায় বিমান বিধ্বস্ত: ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

উত্তরায় বিমান বিধ্বস্ত: ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App