×

বিনোদন

মার্কেটরের ‘ব্যবসায় বাজিমাত’: দেশের প্রথম এজেন্সি-প্রযোজিত র‍্যাপ গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৬:২৪ পিএম

ব্যবসায়িক অচলাবস্থা, পুরনো হয়ে যাওয়া মার্কেটিং কৌশল—যখন সবকিছু থমকে যায়, তখনও নতুন পথ খুঁজে নেয় সাহসী প্রচেষ্টা। সেই সাহসিকতারই ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি মার্কেটর-এর নিজস্ব প্রযোজিত র্যাপ মিউজিক ভিডিও ‘ব্যবসায় বাজিমাত’।

এটি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর মধ্যে প্রথম নিজস্ব র্যাপ মিউজিক ভিডিও, যেখানে ব্যবসার প্রতিকূলতা, মার্কেটিংয়ের বাস্তবতা আর উদ্যোক্তার মানসিক লড়াই ফুটে উঠেছে তীক্ষ্ণ লিরিক ও স্যাটায়ারধর্মী গল্পে।

‘ব্যবসায় বাজিমাত’-এর পরিচালনা করেছেন মাহমুদুল হাসান, যিনি র‍্যাপস্টা দাদু নামে পরিচিত। তিনিই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির ভিজ্যুয়াল ওয়ার্ল্ডকে জীবন্ত করে তুলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর মাহমুদুর রহমান শেখর, যার নিপুণ হাতে প্রতিটি ফ্রেম অনবদ্য রূপ পেয়েছে। এর পেছনের গল্প বুনেছেন মার্কেটরের ইন-হাউস স্ক্রিপ্টরাইটার আনিক সেন, যিনি স্যাটায়ার আর গল্প বলার ধারাকে এক করেছেন। গানের লিরিক্স যৌথভাবে লিখেছেন মাহমুদুল হাসান ও আনিক সেন।

বর্তমানে মার্কেটরের নেতৃত্ব দিচ্ছেন এর প্রতিষ্ঠাতা ও সিইও কামরুল হাসান নাইম, যিনি একজন স্ট্র্যাটেজিক গ্রোথ হ্যাকার হিসেবে পরিচিত এবং সৃজনশীলতার মধ্য দিয়ে ব্র্যান্ডকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি (কামরুল হাসান নাইম) একজন দক্ষ কারিগর। মার্কেটরের মাদার কোম্পানি স্কাইটেক সলিউশনসও দেশের ব্যবসায়িক অঙ্গনে একটি পরিচিত নাম। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুসনাদ ই আহমেদ, যিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং এবং প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে একজন দূরদর্শী উদ্যোক্তা হিসেবে পরিচিত।

মার্কেটর একটি ফাস্ট মুভিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা এসইও, মেটা অ্যাডস, পারফরম্যান্স মার্কেটিং, ব্র্যান্ডিং, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ক্রমবর্ধমান ব্যবসার জন্য পূর্ণাঙ্গ ক্যাম্পেইন পরিচালনা করে। এরই মধ্যে ২৫০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আস্থা অর্জন করে মার্কেটর বাংলাদেশে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী মার্কেটিংয়ের জন্য দ্রুত একটি পরিচিত নাম হয়ে উঠছে।

‘ব্যবসায় বাজিমাত’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এটি একটি ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বার্তা। আপনি যদি একজন স্ট্রাগলিং বিজনেসম্যান হন, ডিজিটাল দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, অথবা কেবল এটুকু ভরসা খুঁজছেন যে প্রতিকূলতা পেরিয়ে সামনে এগোনো সম্ভব—তাহলে এই গানটি আপনার জন্য। মার্কেটর সম্পর্কে আরও জানা যাবে www.marketorr.com.bd এই ঠিকানায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা!

এনসিপিকে নিয়ে যা বললেন এই নাসির

এনসিপিকে নিয়ে যা বললেন এই নাসির

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন লেবার পার্টির চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন লেবার পার্টির চেয়ারম্যান

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চান রাজনীতিবিদরা

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চান রাজনীতিবিদরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App