মারা গেছেন দক্ষিণী কিংবদন্তি অভিনেতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

তামিল চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা মাধান বব। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতের তামিল চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা মাধান বব আর নেই। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ভক্ত-অনুরাগীদের কাছে মাধান বব নামেই পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল এস. কৃষ্ণমূর্তি। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্ম নেওয়া মাধান বব ছিলেন পরিবারের অষ্টম সন্তান। ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে তার ছিল গভীর অনুরাগ।
পেশাগত জীবন শুরু করেছিলেন প্রতিনিধি ও বিক্রয় কর্মকর্তার চাকরিতে। তবে পরে নিজের আসল ভালোবাসা সংগীতকে সঙ্গী করে এগিয়ে যান তিনি। এক সময় বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে সংগীত পরিচালনা করেছেন। এমনকি ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ের পর্দায় প্রথমবার গিটার বাজানো শিল্পী হিসেবেও স্বীকৃতি পান।
আরো পড়ুন : আলিয়া থেকে কিয়ারা, বলিউড তারকার নতুন নামের গল্প
তামিল সিনেমায় দীর্ঘ কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন মাধান বব। কমল হাসান, রজনীকান্ত, বিজয়, অজিত, সুরিয়া- সবার সঙ্গেই একাধিক ছবিতে ছিলেন তিনি। তার প্রাণবন্ত চোখের অভিব্যক্তি, প্রাণখোলা হাসি আর তীক্ষ্ণ সংলাপ বলার দক্ষতা দর্শকের হৃদয়ে তাকে স্থায়ী করে রেখেছে।
তামিল, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষার মিলিয়ে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু, ‘ফ্রেন্ডস’-এর ম্যানেজার সুন্দরেশন। এছাড়া হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও তার অভিনয় প্রশংসিত হয়।
মাধান ববের মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বহু সহশিল্পী ও ভক্তরা তাকে সামাজিক মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।