×

বিনোদন

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

বলিউড সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডে নাকি সালমান খানের মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। আবার শক্রতার বেলায়ও নাকি একই কথা খাটে। এ সালমানের গায়ে হাত তুলেছিলেন এক অভিনেতা। সপাটে চড় পর্যন্ত মেরেছিলেন ভাইজানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন জিশান আইয়ুব।

সালমানকে চড় মেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’খ্যাত অভিনেতা। আর অভিনয় জগতে এগোতে পারবেন কি না, তা নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন জিশান। তবে বাস্তবে তিনি সালমানকে চড় মারেননি। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির চিত্রনাট্যের জন্য ভাইজানের গায়ে হাত তুলতে হয়েছিল তাকে।

জিশান বলেন, একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর ওপরে। তাকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নীচে পড়ে যান। সেই প্রথম সালমান স্যারের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।

এই দৃশ্যে অভিনয় করে ভয়ে কাঁপছিলেন জিশান। তিনি বলেন, খুব ভয় লাগছিল। উনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভালো দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সালমান স্যার নিজেই বলেন, আবার কাছ থেকে মারো। কিন্তু আমার বুক কাঁপছিল।

দুরু দুরু বুকেই এগিয়ে যান জিশান। ঠাটিয়ে মারেন এক চড়। ভেবেছিলেন, এই হয়তো তার ক্যারিয়ারের শেষ অভিনয়। তবে সালমান যে খুবই পেশাদার, তা তিনি বুঝেছিলেন। ঝুঁকি নিয়েই দৃশ্যটিকে ফুটিয়ে তোলেন জিশান। সালমান এসে প্রশংসা করেছিলেন পরে। নিশ্চিন্ত হয়েছিলেন অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

তারুণ্যের দিশেহারা ভবিষ্যৎ নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি: মাহফুজ আলম

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App