×

বিনোদন

যেভাবে ৩ সন্তানের মা হয়েছেন সানি লিওন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:১৯ পিএম

যেভাবে ৩ সন্তানের মা হয়েছেন সানি লিওন

প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দেন। ছবি: সংগৃহীত

প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এ কথা জানালেন অভিনেত্রী।

সানি বর্তমানে তিন সন্তানের মা। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সম্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মা’কে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। সেই টাকায় ওই মহিলা একটি বিরাট বাড়ি কেনেন। এমনকি, ওই টাকা দিয়েই ধুমধাম করে বিয়েও করেন তিনি।

সোহার সেই পডকাস্টের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে সোহা বলেন, আজকের পর্বে আমরা বিভিন্নভাবে বাবা-মা হয়ে ওঠার পদ্ধতি নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে সানি বলেন, আমি সব সময়ে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনিও মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন এই পডকাস্টে।

এক সন্তান দত্তক নেওয়ার পরে কেন সারোগেসির পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী? নিজে কি সন্তানধারণ করতে চাননি? সানি জানান, তিনি সন্তানধারণ করতে চাননি। অভিনেত্রী জানান, সারোগেট মাকে তারা সাপ্তাহিকভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন তিনি।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি। তখনও তারা নীল ছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে কন্যার দত্তক নেন এবং ২০১৮তে জন্ম নোয়া ও অ্যাশরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে হতে পারে যে বিপদ

নিয়মিত আঁটসাঁট জিন্স পরলে হতে পারে যে বিপদ

যেভাবে ৩ সন্তানের মা হয়েছেন সানি লিওন

যেভাবে ৩ সন্তানের মা হয়েছেন সানি লিওন

২৮ আগস্ট, একনজরে সারাদিন

২৮ আগস্ট, একনজরে সারাদিন

বাংলাদেশে প্রথমবারের মতো ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট

বাংলাদেশে প্রথমবারের মতো ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App