আমির, শাহরুখ, সালমানের ছবিও ফিকে ‘সাইয়ারা’র প্রেমের ছোঁয়ায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
-68b9abd4b95cf-68b9c38d4d594.jpg)
ছবি: সংগৃহীত
২০২৫ সালের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। নবাগত আহান পাণ্ডে এবং অনিত পাড্ডা অভিনীত সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে এটি। মুক্তির পর থেকে টানা ৪৮ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘সাইয়ারা’। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৩২৯ দশমিক ২৫ কোটি রুপি।
বর্তমানে ভারতীয় বাজারে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি রুপি), সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ (৩০২ কোটি রুপি) এবং কর্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি টাকা)-সহ বেশ কিছু পুরোনো সিনেমাকে ছাড়িয়ে গেছে এটি।
এরই মধ্যে ভারতের বাইরে ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে ‘সাইয়ারা’। সুপারস্টার-বিহীন হিন্দি সিনেমার জন্য নিঃসন্দেহে যা উল্লেখযোগ্য মাইলফলক। সবমিলিয়ে বিশ্বব্যাপী ৫৭০ কোটি রুপি আয় করেছে এটি। ‘ছাবা’র পর চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা করে ‘সাইয়ারা’।
শাহরুখ খানের ‘ডানকি’ (৪৫৫ কোটি রুপি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি রুপি), ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি টাকা)-সহ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু হিট সিনেমা এবং আমির খানের ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি টাকা) ও ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি টাকা)-সহ কয়েকটি সর্বকালের ব্লকবাস্টার সিনেমার চেয়ে বেশি আয় করেছে ‘সাইয়ারা’।
এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে এটি। ‘কবীর সিং’র ৩৭৭ কোটি রুপির আয়কে যা ছাড়িয়ে গিয়েছে। এমনকি এটি নতুন মুখদের নিয়ে তৈরি সিনেমার মধ্যেও সর্বোচ্চ আয়কারী। ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর ১০৯ কোটি রুপির রেকর্ডকে যা ছাপিয়ে গেছে।
থিয়েটারিক্যাল রানের সময় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে ‘সাইয়ারা’। মুখ্য ভূমিকায় নবাগতদের নিয়ে নির্মিত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও এটি।
মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত ‘সাইয়ারা’ মেজাজী গায়ক (আহান) এবং গীতিকার (অনিত)-এর প্রেমকাহিনি। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে। এতে রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান এবং শান গ্রোভার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।