
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ এএম
আরো পড়ুন
শেখ হাসিনা ও জয়কে দেশে ফেরাতে পুলিশের কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পুলিশ সদরদপ্তরে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক চিঠি পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছে সংস্থাটি।
দুটি চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে।
এতে আরও জানানো হয়, বিদেশে পালিয়ে থাকা কোনো ব্যক্তিকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে।
টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শেখ হাসিনা ও জয়কে দেশে ফেরাতে পুলিশের কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পুলিশ সদরদপ্তরে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক চিঠি পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছে সংস্থাটি।
দুটি চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে।
এতে আরও জানানো হয়, বিদেশে পালিয়ে থাকা কোনো ব্যক্তিকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে।