রক্ত দিয়ে মোদির মঙ্গল কামনা কঙ্গনার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫ বছরে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন শুভানুধ্যায়ীরা। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা ও বিজেপি শিবিরের সংসদ সদস্য কঙ্গনা রণৌতও। ব্যতিক্রম আয়োজন করে নজর কেড়েছেন তিনি। রক্তদানের মাধ্যমে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদির মঙ্গল কামনায় হোমযজ্ঞ করার পাশাপাশি রক্তদান করেন কঙ্গনা। সামাজিক মাধ্যমে নিজের রক্তদানের ভিডিও প্রকাশ করেছেন তিনি।
কঙ্গনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন।
তিনি বলেন, ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদিজির জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল উনি।
কঙ্গনার মোদি বন্দনা নতুন না। সংসদ সদস্য হওয়ার আগে থেকেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এজন্য অনেক সময় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন বলি সুন্দরী।