ড্রোন আতঙ্কে বিমানবন্দর বন্ধ, তদন্তে সেনা-পুলিশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

ছবি : সংগৃহীত
ডেনমার্কের উত্তরাঞ্চলীয় জুটল্যান্ড অঞ্চলের গুরুত্বপূর্ণ আলবর্গ বিমানবন্দর আকাশে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরটি থেকে বাণিজ্যিক উড়োজাহাজের পাশাপাশি সামরিক উড়োজাহাজও পরিচালিত হয়। খবর আল জাজিরার।
ডেনিশ পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল।
ইউরোকন্ট্রোল জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা (জিএমটি) পর্যন্ত আলবর্গ বিমানবন্দরে সব ধরনের আগমন ও প্রস্থান বন্ধ রাখা হয়। পরে সকালে পুলিশ জানায়, ড্রোনগুলো আকাশসীমা ছেড়ে গেছে। তবে একই সময়ে এসবিয়ার্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপ শহরের বিমানবন্দর ঘিরেও ড্রোন দেখা গেছে। এর মধ্যে স্ক্রিডস্ট্রুপ ঘাঁটি ডেনমার্কের এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানের প্রধান ঘাঁটি।
পুলিশ জানায়, ড্রোনগুলোর ধরন বা উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং এগুলো কোপেনহেগেনে দেখা ড্রোনগুলোর মতো কিনা তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের হুমকি বলে মনে করা হচ্ছে।
ডেনিশ সেনাবাহিনী জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সহায়তা করছে। তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশের এক মুখপাত্র বলেন, ড্রোনগুলোর উদ্দেশ্য কী এবং এর পেছনে কে আছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্ভব হলে সেগুলো নামিয়ে ফেলার চেষ্টা করা হবে।
ডেনিশ প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেদেরিকসেন ইঙ্গিত দিয়েছেন, এর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সতর্ক করে বলেছেন, আমাদের সীমান্তে ধারাবাহিকভাবে হুমকির আলামত দেখা যাচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে রয়েছে। ইউরোপ এ ধরনের হুমকির জবাব শক্তি ও দৃঢ়তার সঙ্গে দেবে।
তবে রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তার দাবি, রাশিয়ার বিমান সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয় এবং কোনোভাবেই আকাশসীমা লঙ্ঘন করে না।
ডেনমার্ক ছাড়াও নরওয়ের রাজধানী অসলোতেও সোমবার সন্ধ্যায় ড্রোন শনাক্ত হওয়ায় তিন ঘণ্টা আকাশসীমা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।