×

ইউরোপ

আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ: ইমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি : সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়া মহাকাশে গুপ্তচর কার্যক্রম চালাচ্ছে এবং ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে।

বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের তুলুসে মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর এএফপি।

ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার কিছু মহাকাশযান ফরাসি উপগ্রহের কক্ষপথে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তিনি দাবি করেন, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া মহাকাশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম বাড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, ফ্রান্সের মহাকাশ স্থাপনাগুলো জিপিএস সিগন্যাল জ্যামিং এবং সাইবার হামলার মুখে পড়েছে। রাশিয়ার এ ধরনের পদক্ষেপকে তিনি ফ্রান্সসহ বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেন।

আরো পড়ুন : অভিবাসন ঠেকাতে কঠোর ফিনল্যান্ড, আতঙ্কে অনেকে

ম্যাক্রোঁ বলেন, রাশিয়া যদি মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করে থাকে, তাহলে তা গোটা বিশ্বের জন্য এক ভয়াবহ বিপর্যয় হবে। এ প্রেক্ষাপটে তিনি ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দেন।

তবে ঠিক কোন খাতে এই অর্থ ব্যয় হবে, তা স্পষ্টভাবে জানাননি ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, এই বিনিয়োগের মূল লক্ষ্য হতে পারে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার নির্মাণ, উচ্চক্ষমতাসম্পন্ন থ্রাস্ট ইঞ্জিন তৈরি এবং মহাকাশ প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করা।

ম্যাক্রোঁ বলেন, আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে নিরাপত্তার সীমা পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এখন সময় এসেছে, ফ্রান্স তার সামরিক সক্ষমতাকে আকাশের ওপরে প্রসারিত করুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিশ্রুতি লঙ্ঘন করে এনইআইআর চালুর ঘোষণা, মোবাইল ব্যবসায়ীদের চরম ক্ষোভ

প্রতিশ্রুতি লঙ্ঘন করে এনইআইআর চালুর ঘোষণা, মোবাইল ব্যবসায়ীদের চরম ক্ষোভ

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App