×

রাজনীতি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

জুলাই গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। জামায়াতের সঙ্গে জোট এবং এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের প্রেক্ষাপটে রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ অবস্থানের কথা জানান তিনি।

তবে একই দিনে লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহফুজ আলম।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, তার জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। তিনি আরো উল্লেখ করেন, জামায়াত-এনসিপি জোটের পক্ষ থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এমন কথা সঠিক নয়। তবে ঢাকার কোনো একটি আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের নীতিগত অবস্থান বজায় রাখাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

আরো পড়ুন : এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

মাহফুজ আলম জানান, এনসিপিকে একটি ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘শীতল যুদ্ধের সময়কাল’ হিসেবে বর্ণনা করে বলেন, এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।

এদিকে তার এই ঘোষণার মধ্যেই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহফুজ আলম। রামগঞ্জ উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই আসন থেকে মাহফুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App