×

আবহাওয়া

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

ছবি : সংগৃহীত

মাঘ মাস আসতে এখনো অনেক দেরি। সোমবার (২৯ ডিসেম্বর) কেবল ১৪ পৌষ। তবে এর মধ্যেই দেশজুড়ে নেমে এসেছে হাড়কাঁপানো শীত। সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতেই সারা দেশে তাপমাত্রা আরো কমতে পারে।

সকাল ৯টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালে বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩, ময়মনসিংহে ১৩ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৭ এবং খুলনা ও বরিশালে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার কারণে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

দেশজুড়ে হাড়কাঁপানো শীত, রাতে তাপমাত্রা কমবে আরো

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App