×

সরকার

সহিংসতার আশঙ্কা, দেশে সর্বোচ্চ সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:২৫ এএম

সহিংসতার আশঙ্কা, দেশে সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) লোগো। ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নতুন করে গোপনে সংঘবদ্ধ হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কায় হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি চলবে।

সোমবার (২৮ জুলাই) দেশের সব জেলার পুলিশ সুপার, ডিএমপি কমিশনার, বিভাগীয় উপপুলিশ কমিশনার, সিটি এসবি, চট্টগ্রাম ও খুলনার বিশেষ পুলিশ সুপারদের কাছে এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজির সই করা চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো পহেলা জুলাই থেকে নানা কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে এসবি। এ সময়ে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে।

এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে।

আরো পড়ুন : ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধানশিক্ষকরা

এ সময়ে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধভাবে উসকানি, হামলা, বিশৃঙ্খলা বা ভাঙচুর ঘটাতে পারে, এমন আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ তৈরি করেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবে গুজব ছড়ানোর মাধ্যমে অস্থিরতা উসকে দিচ্ছে।

এদিকে, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশের টাকা বিদেশে পাচার করে সেই অর্থ দিয়ে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। দেশে-বিদেশে বসে কেউ গোপনে ষড়যন্ত্র করলে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে অপরাধ শেখ হাসিনা করেছে, তা একাত্তরে পাকিস্তানি বাহিনীও করেনি

আসিফ নজরুল যে অপরাধ শেখ হাসিনা করেছে, তা একাত্তরে পাকিস্তানি বাহিনীও করেনি

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না

মির্জা ফখরুল মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না

নিজেদের চাঁদাবাজি আড়াল করতে তরুণদের দোষ দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

নিজেদের চাঁদাবাজি আড়াল করতে তরুণদের দোষ দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App