×

সরকার

আসিফ নজরুল

যে অপরাধ শেখ হাসিনা করেছে, তা একাত্তরে পাকিস্তানি বাহিনীও করেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

যে অপরাধ শেখ হাসিনা করেছে, তা একাত্তরে পাকিস্তানি বাহিনীও করেনি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ১৯৭১ সালের পাকিস্তানি সেনাবাহিনীর চেয়েও জঘন্য অপরাধ করার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত অবস্থায় মানুষকে গুলি করে হত্যা- এ ধরনের নিষ্ঠুরতা মুক্তিযুদ্ধের সময়ও ঘটেনি।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মারা, নিরস্ত্র মানুষকে হত্যা—হ্যাঁ, ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী ভয়াবহ নির্যাতন করেছে। কিন্তু ওরা তো অন্য দেশের বাহিনী ছিল। স্বাধীনতা ঘোষণার পর নিজের দেশের মানুষের ওপর এমন বর্বরতা আর কেউ করেছে বলে আমি জানি না।

আরো পড়ুন : নিজেদের চাঁদাবাজি আড়াল করতে তরুণদের দোষ দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলার কোনো প্রমাণ বা ফুটেজ আজও দেখা যায়নি। আহত একজনকে ধরে নিয়ে যাচ্ছেন তার বন্ধুরা, আর সেই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা- এ রকম কোনো বর্ণনা মুক্তিযুদ্ধের সময় নেই। তখন অন্যরকম নৃশংসতা ছিল, তবে এমন পৈশাচিকতা ছিল না।

আসিফ নজরুল আশ্বাস দেন, জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। তিনি বলেন, এই বিচার নিয়ে হতাশ হবেন না। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন। এমনভাবে প্রমাণ রাখা হচ্ছে যে ভবিষ্যতে কোনো সরকারই চাইলেও এ বিচার এড়িয়ে যেতে পারবে না।

তিনি বলেন, আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে বিএনপি-জামায়াত বা অন্য কোনো সরকার ক্ষমতায় এলে তারা এই বিচারে শৈথিল্য দেখাবে। কারণ তারাও নির্যাতিত মানুষ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝাল খেলে পেট জ্বলে কেন?

ঝাল খেলে পেট জ্বলে কেন?

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App