১০২ জন এসিল্যান্ড প্রত্যাহার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৩ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছবি : সংগৃহীত
বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।
আরো পড়ুন : দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কা