×

সরকার

দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম

দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান।

এ বছর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

উপদেষ্টা জানান, পূজাকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে এমন ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দোষীদের শনাক্ত করা হচ্ছে।

আরো পড়ুন : আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা

এ সময় মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, দেশের বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ করছে, তবে একই সঙ্গে চাল, সার ও ওষুধ পাচার হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার-চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র সংলগ্ন নৌপথ দিয়েও এসব যাতায়াত হচ্ছে। তার মতে, আরাকান আর্মি মূলত মাদক নির্ভরশীল, আর বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ায় বাজারে এর দামও বেড়ে গেছে।

কৃষকদের সমস্যা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সারাদেশে কৃষক আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না। যদি তারা আগামীতে আলু চাষ বন্ধ করে দেয়, তবে বাজারে আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু!

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু!

আহত সালমান খান

আহত সালমান খান

সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেসকে

সরিয়ে দেওয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেসকে

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App