×

সরকার

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহী ভুটান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহী ভুটান

জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হবে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামের অঞ্চল বরাদ্দ করেছে।

আরো পড়ুন : ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সব পথই দুই দেশের অনুসন্ধান করা উচিত। তিনি উল্লেখ করেন, উন্নত যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ–ভুটান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারবে।

এ সময় প্রধানমন্ত্রী টোবগে ভুটানের ধর্মীয় পর্যটন প্রচারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরা ভুটানে বৌদ্ধ বিশ্বাস ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি ভুটান জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগাভাগি, বাংলাদেশের ওষুধ কোম্পানির বিনিয়োগ স্বাগত এবং ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশের সহায়তা কামনা করে।

বৈঠকে দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী টোবগে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তাকে নিজের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেন এবং উষ্ণভাবে অভিবাদন জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ভালো হাতে রয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূস টোবগেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভুটানের প্রধানমন্ত্রী তা গ্রহণ করে আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে তিনি সফরটি করতে পারবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

শারদীয় দুর্গাপূজা সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

টম ক্রুজের সঙ্গে রাত কাটাতে চান আমিশা প্যাটেল

টম ক্রুজের সঙ্গে রাত কাটাতে চান আমিশা প্যাটেল

শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা শুধু নির্বাচিত পার্লামেন্টের

সুশীলা কার্কি শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা শুধু নির্বাচিত পার্লামেন্টের

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

শ্রীলঙ্কার সঙ্গে নাটকীয় জয়, ফাইনালে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App