৩ দিন নন-শিডিউল ফ্লাইটের সব খরচ মওকুফ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটগুলোর সব ধরনের খরচ মওকুফ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, শনিবার বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে আটটার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ‘ড্যামেজ অ্যাসেসমেন্ট’ কার্যক্রম চলছে। এতে আর্থিক ক্ষতি, পণ্যের ওজন ও খাতভিত্তিক বিশ্লেষণ করা হচ্ছে।
আরো পড়ুন : কার্গো ভিলেজে আগুন : এখনও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
শেখ বশির উদ্দিন বলেন, ঘটনাটির পর করণীয় নির্ধারণে বিকেল সাড়ে তিনটায় আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমানবন্দর চালু করা। আমরা তা সফলভাবে করতে পেরেছি।
অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট বা বাতিল করতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের কষ্ট লাঘবের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী তিন দিন যেসব নন-শিডিউল ফ্লাইট আসবে, তাদের সব খরচ মওকুফ করা হয়েছে। যাত্রীদের খাবার, থাকা ও সেবার দায়িত্বও আমরা নিয়েছি।
যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন,বলেন, একসঙ্গে অনেক বিষয় সামলাতে হচ্ছে, তাই কিছু ব্যত্যয় ঘটতে পারে। যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।