শেখ হাসিনার বিচারের রায় কবে, জানালেন তথ্য উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
					ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহিদ পরিবারের দীর্ঘদিনের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে বিচারের কাজ শুরু করব, এবং আমরা তা করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় দেওয়া হবে। এতে জুলাই শহিদদের পরিবারের দীর্ঘদিনের ক্ষোভ ও ব্যথা কিছুটা প্রশমিত হবে।
উপদেষ্টা বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পরবর্তী সরকার এই বিচার প্রক্রিয়া আরো এগিয়ে নিয়ে যাবে।
আরো পড়ুন : নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা সংস্কারকাজে অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। দলগুলো একসঙ্গে বসে সরকারগৃহীত দলিলে স্বাক্ষর করেছে—এটাই আমাদের নতুন সূচনার প্রতীক।
তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা গড়ে উঠবে—যেখানে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার থাকবে। আর গুম-খুনের রাজনীতি চিরতরে শেষ হবে।
	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	