নিবন্ধন পেল আরো তিনটি নতুন রাজনৈতিক দল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
					ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) আরো তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নিবন্ধন পাওয়া দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ইসি সচিব জানান, দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বুধবার (৫ নভেম্বর)। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষরা দাবি-আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধন পাবে এবং গেজেট প্রকাশ করা হবে।
আরো পড়ুন : এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
তিনি বলেন, নিবন্ধনের জন্য আবেদন করা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর কমিশন সিদ্ধান্ত নেবে।
তিনি আরো বলেন, বাকি তিনটি দলের বিষয়ে অধিকতর তদন্ত শেষে কমিশন মনে করেছে যে তারা নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি, তাই তাদের আবেদন গ্রহণ করা হয়নি।
	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	