×

দুর্ঘটনা

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬

ছবি : সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান। তার বাবার নাম গিয়াস উদ্দিন। অন্য নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কবিরহাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরো তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : নিবন্ধন পেল আরো তিনটি নতুন রাজনৈতিক দল

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন, একজনকে গুরুতর অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

মাদারীপুর-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App