প্রেস সচিব
খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম আরো বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
আরো পড়ুন : খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্বের কারণ জানালেন ডা. জাহিদ
এদিকে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে, এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন জানান, ১২–১৪ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ সহ্য করার মতো শারীরিক সক্ষমতা এখনো খালেদা জিয়ার হয়নি। তার স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে সতর্ক করেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে, তবে তার শারীরিক অবস্থা যাচাই করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
