×

স্বাস্থ্য

ভারতীয় মেডিকেল টিম দিল্লি ফিরে গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম

ভারতীয় মেডিকেল টিম দিল্লি ফিরে গেল

ছবি: সংগৃহীত

ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল-নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে কার্যক্রম শেষ করেছেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতে ফিরে গেছেন তারা। 

গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি গত ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল। এর আগে রোববার (২৭ জুলাই) রাতে এই চিকিৎসক দল প্রধান উপদেষ্টা অধ‍্যাপক ড. ইউনূসের সঙ্গে দেখা করেন। এসময় প্রধান উপদেষ্টা তাদেরকে ধন্যবাদ জানান।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ বাংলাদেশি সহযোগিদের সঙ্গে কাজ করেছেন। মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ দিয়েছেন। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা দানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী

জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী

নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে যে মন্তব্য করলেন ছাত্রদল নেতা আউয়াল

নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে যে মন্তব্য করলেন ছাত্রদল নেতা আউয়াল

যে কারণে এনসিপি‘র ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে

যে কারণে এনসিপি‘র ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App